মালদায় করোনা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ‍্য পুলিশের মহা নির্দেশক

20th April 2020 মালদা
মালদায় করোনা সংক্রান্ত পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ‍্য পুলিশের মহা নির্দেশক


নিজস্ব সংবাদদাতা ( মালদা ) : করোনা সংক্রমণে মালদা পরিস্থিতি খতিয়ে দেখতে আসলেন রাজ্য পুলিশের মহা নির্দেশক বীরেন্দ্র সিং। সঙ্গে রয়েছেন রাজ্য পুলিশের সিকিউরিটি এ্যাডভাইজার সুরোজি কর পুরো কায়েস্ত সহ অন্যান্যরা। এদিন তিনি লালগোলা থেকে হেলিকপ্টারে মালদা এয়ারপোর্ট এসে নামেন এরপর তিনি পুরনো সার্কিট হাউসে বেশ কিছুক্ষণ জেলা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেন। এরপর তিনি জেলার দ্বিতীয় বৃহত্তম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহুদিপুর এলাকায় আসেন। এরপর তিনি মহুদিপুর এলাকা পরিদর্শন করেন ও সীমান্তের প্রহরাত ২৪নম্বর ব্যাটেলিয়ানের আধিকশারিকের সঙ্গে দীর্ঘক্ষন আলোচনা করেন। চলে বি এস এফের সাথে রুদ্ধশ্বাস বৈঠক।    রাজ্য পুলিশের মহা নির্দেশক বীরেন্দ্র জানান, সীমান্ত এলাকা দেখার জন্যই আমরা এখানে এসেছি। লকডাউন এর মধ্যে থেকেই অন্য রাষ্ট্র থেকে আন্তর্জাতিক সীমান্ত ভর্তি এলাকা দিয়ে যাতে কোনো মতেই কেউ প্রবেশ করতে না পারে এই বিষয়ে বিএসএফের সঙ্গে বৈঠক করা হয়েছে। বর্তমানে মালদার পরিস্থিতি ভালো রয়েছে।
       অন্যদিকে আলিপুরদুয়ার প্রসঙ্গে বলেন,কোন ঘটনা ঘটলে পুলিশের ওপর আক্রমন বাঞ্ছনীয় নয়। আমাদের ২০জন পুলিশ কর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন আশঙ্কাজনক রয়েছেন। কোন ঘটনা ঘটলে উপর মহলে জানান আমরা আপনাদের সঙ্গে আছি। নিজেদের মধ্যে মারামারি করে লাভ নেই।





Others News